Math, asked by aktarjamin9170, 26 days ago

দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল হা গু কত

Answers

Answered by gyaneshwarsingh882
0

Answer:

Step-by-step explanation:

আমরা আগেই জেনেছি, মৌলিক সংখ্যা কী।

যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা অথবা 1দ্বারা বিভাজ্য। যেমন, 3, 5, 7, 11- ইত্যাদি।

আর, যে দুটি সংখ্যার গ সা গু 1, সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। যেমন,

15 ও 16 . সংখ্যা দুটির গ সা গু = 1.

16 ও 25 . দেখা যায়, এই সংখ্যা দুটির গ সা গু - ও 1 .

তেমনি, 11 ও 13, 9 ও 10 , ইত্যাদি।

এখানে, যদিও প্রশ্ন করা হয় নি, তবুও বলে রাখি, আরেকটি আছে যমজ মৌলিক সংখ্যা।

যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2, তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয়। 11 ও 13, এ দুটি সংখ্যার বিয়োগফল হবে, 2, তাইতো? তেমনি 17 ও 19, 41 ও 43, ইত্যাদি। এগুলো সব ক'টি যমজ মৌলিক সংখ্যা।

ধন্যবাদ।

Similar questions