পুর্বপাঠ স্মরণে রেখে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করো :- [বাংলা খাতায় লিখে
সমাধান করবো
১৷ কিন্তু সেরূপ যজ্ঞ আর একটিও দেখিতে পাইলাম না, আমার শরীরের অর্ধেক অংশ ও আর সুবর্ণে পরিনত হইল না। সেইজন্য আমি বলিতেছি, ইহা যজ্ঞই নহে।
২। মাসের পর মাস এইরূপ কাটিয়া গেল৷ শীতের পর বসন্ত আসিল। তারপরে বর্ষার আরম্ভে দুই একদিন বৃষ্টি হইল৷
Answers
Answered by
2
Answer:
১| কিন্তু সেরকম যগ্গ্যো আর একটাও দেখতে পারলাম না। আমার শরীরের অর্ধেক ওংসো আর সুবর্ন হলো না । তাই আমি বলছি এটা জ্যোগ্গোই নয়।
২) মাসের পর মাস এরকম কেটে গেলো। শীতের পর বসন্ত এল । তারপর এ বর্সার সুরুতে দু একদিন বৃষ্টি হল।
Explanation:
বানন ভূল আছে কয়েকটি কারন keyboard typing a asche na banan gulo thik ।
Similar questions