Science, asked by deblinaankhi4195, 5 hours ago

তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষন পরে কি পরিবর্তন দেখবে​

Answers

Answered by SnehaDutta123
28

Explanation:

এটি কি ধরনের বিক্রিয়া ভূতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে নীল বর্ণের তুঁতের জলিয় দ্রবণে কিউপ্রিক সালফেট এর সাথে লোহার বিক্রিয়া হবে। বিক্রিয়া তে লোহার পরমাণু কিউপ্রিক সালফেট এর কপার এর পরমাণুকে প্রতিস্থাপিত করবে এবং আয়রন সালফেট উৎপন্ন হবে।

Answered by TrustedAnswerer19
66

Answer:

তুতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে নীল বর্ণের তুঁতের জলীয় দ্রবণে কিউপ্রিক সালফেট এর সাথে লোহার বিক্রিয়া হবে।

বিক্রিয়া তে লোহার পরমাণু কিউপ্রিক সালফেট এর কপার এর পরমাণুকে প্রতিস্থাপিত করবে এবং আয়রন সালফেট উৎপন্ন হবে। যেহেতু আয়রন সালফেট এর রং হালকা সবুজ তাই দ্রবণটি হালকা সবুজ বর্ণের হয়ে যাবে। প্রতিস্থাপিত কপার বা তামা অধঃক্ষিপ্ত হবে।

এটি এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া।

Attachments:
Similar questions