Chemistry, asked by rumanakar965, 6 hours ago

কক্ষস্থিত ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হয় কেন?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
9

আমরা জানি যে, ইলেকট্রন উচ্চ শক্তিস্তর হতে নিম্ম শক্তিস্তরে আসলে শক্তি বিকিরণ করে বা ছেড়ে দেয়, অর্থাৎ ইলেকট্রনের শক্তির হ্রাস ঘটে। ফলে অসীম শক্তিস্তর হতে ইলেকট্রনকে পরমাণুস্থ শক্তিস্তরে নামিয়ে আনলে তত্ত্বীয়ভাবে শক্তির হ্রাস ঘটে এবং তা ক্রমান্বয়ে ঋণাত্মক মানে পরিণত হয় (E < 0)। এর কারণেই কক্ষপথে বা শক্তিস্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হয়।

Similar questions