Biology, asked by Jashbirsingh9708, 2 months ago

তদবিষয়ে যথোপযুক্ত আনুকুল্য করিব বক্তা কোন বিষয়ে আনুকুল্য করাব পতিশুতি দিলেন

Answers

Answered by lohitjinaga
2

Answer:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বােঝাপড়া' কবিতা থেকে আলােচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।

জীবনের দুঃখের সাগর পেরিয়ে এই সুখের কিনারায় উঠতে হয়। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। তাই বিপদ এলে বিবেচনা করে এগিয়ে যেতে হয়। নতুবা সামান্য ভুলের কারণে সব ওলট-পালট হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডুবে যাওয়া বা ধ্বংস হওয়ার সম্ভাবনাও থাকে।তাই সতর্ক হয়ে চলতে হবে, অন্যের সঙ্গে বিবাদ না করে। সবার সাথে মিলেমিশে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে। তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে। আর সেটি হবে উপযুক্ত, সংগত ও শ্রেয়।

Similar questions