Geography, asked by ayushgathe141, 2 months ago

উওর দাও তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজদ্রৌলা নাট্যা্শ অনুসরণে আলোচনা করো

Answers

Answered by lalb75784
2

Explanation:

dddddhfpsigsvjsgxdzgjzgizkjfsvkscjz

Answered by Anonymous
2

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর লো নিম্নরুপ -

  • উদ্ধৃত অংশটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদ্দৌল্লা নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে।
  • এখানে বক্তা হলে স্বয়ং বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌল্লা, এবং তিনি ফরাসিদের কাছে লজ্জিত ছিলেন।
  • বাংলার উপর তখন দুই বিদেশী শক্তির উপনিবেশিক প্রতিযোগিতা চলছিলো, ইংরেজ বনাম ফরাসিদের মধ্যে।
  • ইংরেজদের আধিপত্য ফরাসিরা কিছুতেই মেনে নিতে পারছিলো তাই তারা সাহায্য চেয়ে নিজেদের দূত মসিয়ে লা-কে পাঠায় নবাবের কাছে।
  • কিন্তু নবাব ইংরেজদের সাথে রাজনৈতিক তথা সামরিক টানাপোড়েন, নিজস্ব ক্ষয়ক্ষতি এবং নিজের প্রজাদের কথা মাথায় রেখে, ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের পক্ষপাতিত্ব করতে অস্বীকার করেন। এবং, সেই সাহায্যদানের অস্বীকার হেতু তিনি ফরাসি দূত মারফৎ ফরাসিদের কাছে লজ্জা প্রকাশ করেন।
Similar questions