ভারতবর্ষের জাতীয় মন্ত্র কী
Answers
Answer:
সত্যমেব জয়তে
Explanation:
সত্যমেব জয়তে (সংস্কৃত: सत्यमेव जयते) ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এর অর্থ "সত্যের জয় অবশ্যম্ভাবী।" সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। ১৯১৮ খ্রিষ্টাব্দে পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে জনপ্রিয় করেন।
Answer:
ভারতবর্ষের জাতীয় মন্ত্র সত্যমেব জয়তে l
ভারতবর্ষের সম্পর্কে আরও জানুন:ভারতের জাতীয় সংগীত বাংলায় হলেও প্রতিটা শব্দ ভারতের সব ভাষাভাষীরা বুঝতে পারে। প্রত্যেকটা শব্দের উৎপত্তি সংস্কৃত থেকে। এই সংগীতে আমাদের দেশের সব অঞ্চলের নামও আছে…নদীর নাম আছে..পাহাড় পর্বতের নাম আছে…সেটাও সবার কাছে বোধগম্য।আপনি হয়তো ভারতের কোন অনুষ্ঠানে বা ক্রিকেট ময়দানে ভারতের জাতীয় সংগীত শুনেছেন কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে, আসামে , ত্রিপুরায় বা বাংলা অধ্যুষিত কোন এলাকাতে শোনেন তাহলে দেখবেন একদম বাংলা উচ্চারণে সংগীতটা গাওয়া হচ্ছে । হিন্দি ভাষাভাষীরা জাতীয় সংগীতকে সংস্কৃত বা হিন্দি উচ্চারণে গায়। তাতে কিন্তু জাতীয় সংগীতের মর্যাদা মোটেও ক্ষুণ্ণ হচ্ছে না। আমরা বাংলা উচ্চারণে গেয়ে ভারত মাতাকে যে সম্মান দেখাচ্ছি ওরাও দেখাচ্ছে ।
এটি একটি বাংলা প্রশ্নl
আরও দুটি বাংলা প্রশ্ন:
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001