Music, asked by crazyqueen57, 1 month ago

আমার ভিনদেশী তারা একা রাতেরি আকাশে তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ী আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ী আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি (x2) আমার চোখ বেধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এতো তাড়া সে রাস্তা পার হবে সাবধানে তোমার গায় লাগেনা ধুলো আমার দু'মুঠো চাল-চুলো (x2) রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লীজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ি (x2) আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী... (x2) ​

Answers

Answered by Anonymous
1

\huge\bold\blue{Answer:-}

আমার ভিনদেশী তারা একা রাতেরি আকাশে তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকে

Answered by msuranjana842
4

Answer:

তুমি গান শেখো?

আমিও শিখি। এখনকার "পরমসুন্দরি" , "মানিকে মাগে হিতে" ভালো লাগে না গো। আমি নজরুলগীতি শিখি। খুব ভালো লাগে।

আমার "লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো" তারপর "পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা" এই ধরনের গান গুলো খুব ভালো লাগে ।

Explanation:

ভাবছ তোমাকে কেন বলছি...

তার একটাই কারণ তুমি আমাকে চেনো না তাই এসব নিয়ে তুমি আমাকে টিটকিরি করতে পারবে না _ বলতে পারবে না যে আমি যুগ এর থেকে 50 বছর পিছিয়ে।আর তুমিও গান ভালোবাসো।

Similar questions