India Languages, asked by smarteduhb8977, 2 months ago

দারিদ্রকে জয় করে একজন ছাত্র ছাত্রীরা পরীক্ষায় সাফল্য পেয়েছে তার সংগ্রাম বিষয়ে একটি প্রতিবেদন

Answers

Answered by Anonymous
0

\huge{\underline{\mathfrak{Required-Answer}}}

এ বারও মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার জয়জয়কার। সেরা ১০ জনের মধ্যে উঠে এসেছে এই জেলার পাঁচ জনের নাম।

৬৭৮ পেয়ে পঞ্চম হয়েছে বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের ছাত্রী নিবেদিতা কাউড়ী ও খাতড়া শিশু নিকেতনের ছাত্র সৌমিক মহান্তি। সংবাদমাধ্যমে খবর জানাজানি হতেই নিবেদিতার বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন প্রতিবেশীরা। স্কুলেও সহপাঠী ও শিক্ষিকাদের মধ্যে উচ্ছাসের আবহ দেখা যায়। ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞানে ১০০ নম্বর পাওয়া নিবেদিতা বলছে, “ভবিষ্যতে ডাক্তার হতে চাই।” বিষ্ণুপুরের মাধবগঞ্জে নিবেদিতার বাড়িতে চলছিল মিষ্টিমুখ পর্ব। তার মা সঞ্চিতাদেবী ওন্দা গার্লস হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা, বাবা অক্ষয়কুমার পঞ্চায়েত অফিসের কর্মী। নিবেদিতা জানায়, মায়ের কাছে ইংরেজি পড়েছে সে। বাকি বিষয়গুলির জন্য দু’জন গৃহশিক্ষক ছিলেন। পড়াশোনার বাইরে নিবেদিতা ছবি আঁকা আর পরিবারের সকলের সঙ্গে ঘুরে বেড়াতে সে ভালবাসে। পরীক্ষার পরেই তারা পুদুচেরি ঘুরে এসেছে। স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডু বলেন, “গতবার আমাদের স্কুলের ছাত্রী অলকানন্দা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দশম হয়েছিল। এ বার নিবেদিতা পঞ্চম হল। পর পর এমন সাফল্যে আমরা সবাই খুশি।”

Similar questions