Physics, asked by cajoy102, 2 months ago

গাড়ির ছাদে রাখা মালপত্র দড়ি দিয়ে বাঁধা হয় কেন?​

Answers

Answered by Anonymous
0

Answer:

নিজস্ব প্রতিবেদন- বাড়ির ছাদে গাড়িটা উঠল কী করে! তা হলে কি ছাদ পর্যন্ত গাড়ি তোলার আলাদা কোনও ব্যবস্থা রয়েছে! ছাদেই কি এই গাড়ির গ্যারেজ! ছাদে কেন গাড়ি পার্কিং করেন মালিক! এমনই অসংখ্য প্রশ্ন ছিল অনেকের মনে। কিন্তু আসল কথা জানার পর সবাই অবাক। প্রথম গাড়ির উপর সবারই আলাদা একটা টান থাকে। আলাদ ভালবাসা থাকে। আর প্রথম গাড়ি যদি স্করপিও হয়, তা হলে তো কথাই নেই। ভারতের বাজারে জনপ্রিয় স্করপিও। এই গাড়ি নিয়ে অফরোডিং করার স্বপ্ন দেখেন অ্যাডভেঞ্চার-প্রেমীরা। কিন্তু কজন আর এমন একখানা আজব কাণ্ড করেন!

happy to find a Bengali bro

Similar questions