এলো মানুষ ধরার দল তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল
Answers
Answered by
0
Explanation:
উক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতা হতে সংগৃহীত।
কবিতার প্রেক্ষাপট , তথাকথিত সভ্য শ্বেতাঙ্গদের দ্বারা সুকোমল আফ্রিকার সুললিত জীবনযাত্রার বিপর্যস্ত হবার নগ্ন প্রতিচ্ছবি।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রকৃতির শক্তিতে বলীয়ান আফ্রিকায় , হঠাৎ করেই আগমন ঘটল বেয়নেট উঁচিয়ে ধরা সাম্রাজ্যবাদীদের উদ্ধত পতাকার। তৎপূর্বে নিজস্ব ছন্দে মগ্ন ছিল আফ্রিকা। কৃপণ আলোর অন্তঃপুরে স্বমহিমায় বিরাজমান ছিল প্রকৃতির দৃষ্টি অতীত মন্ত্রমুগ্ধতা। সেই চেতনাতীত মনন দ্বারা ভীষণ কে করেছিল বিরূপ । তাদের মন্দিরে মন্দিরে বেজে উঠত শ্বাশ্বত সনাতন ঘণ্টা ধ্বনি , বিঘোষিত হত প্রকৃতির মাতৃত্ব মানবের শিশুসুলভ অন্তরে। মূলত আনন্দময়ী সহাবস্থান ঘটেছিল সন্তান ও মায়ের মাঝে , সেই ছন্দেই সুর তুলেছিল আফ্রিকার সভ্যতা।
Similar questions