মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : ১. ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে? বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় লেখাে। ৩. একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয়? 8 একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করাে তা লেখাে। __
Answers
Answered by
2
Answer:
I don't understand this language
Answered by
0
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে প্রধানত আমাদের শ্বাস প্রশ্বাসে গুরুতর সমস্যা দেখা যাবে। এর ফলে অল্প কোন কাজ করলেই আমরা হাঁপিয়ে উঠব এবং ফল আমাদের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে প্রচুর সমস্যা হবে।
- বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য তাদের বাসস্থান অর্থাৎ বন-জঙ্গলকে আমাদের সংরক্ষণ করতে হবে। এর সাথে আমাদের চোরা-শিকারিদের অনৈতিকভাবে পশু শিকার বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগে বানানো অভয়ারণ্যও এইক্ষেত্রে কার্যকরী।
- জলের গ্যাসীয় স্থিতি অর্থাৎ জলীয়বাষ্প, যা কিনা সবসময় আমাদের চারপাশে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, সেই জলীয়বাষ্প বরফ রাখা গ্লাসের শীতল সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। এই ঘনীভূত হওয়া জলই গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরী করে।
- জলজ উদ্ভিদ, মাছ এবং আরও অন্যান্য জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়ে যাবে। প্রাণীদের বাসস্থান নষ্ট হওয়া ছাড়াও, এই বিষাক্ত জল অন্য কোন প্রাণী পান করলে গুরুতরভাবে অসুস্থ কিংবা মারা যেতে পারে, এই জল চাষ বা অন্যান্য কাজে ব্যবহৃত হলে মানুষের ক্ষেত্রেও ক্ষয়ক্ষতি হতে পারে।
Similar questions
English,
1 month ago
Art,
1 month ago
Computer Science,
2 months ago
Math,
9 months ago
English,
9 months ago