Biology, asked by Meghaa2172, 15 days ago

সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন

Answers

Answered by swagata2004mukherjee
25

Answer:

atai answer thikache.asa kori bujhte parbe

Attachments:
Answered by dreamrob
5

সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় এর কারন‌ নীচে ব্যাখা করা হলো :-

সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় জানার‌ আগে আমাদের জানতে হবে যে, টেস্ট ক্রস‌ আর ব্যাক ক্রস কাকে বলে।

  • কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জনিতৃ জীবের সঙ্গে সংকর প্রথম অপত্য জনুর ( F1 ) জীবের ক্রস করানো হয় বা সংকরায়ন ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস বলে। যেমন সংকর লম্বা ( Aa) মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খাঁটি বেটে ( aa ) মটর গাছের সংকরায়ন।
  • প্রথম অপত্য জনুর ( F1 ) উৎপন্ন জীবের সঙ্গে জনিতৃ জনুর যে কোনো জীবের সঙ্গে সংকরায়ন ঘটনাকে ব্যাক ক্রস বলে। যেমন- সংকর লম্বা মটর গাছের সঙ্গে খাঁটি লম্বা বা খাটি বেটে মটর গাছের সঙ্গে সংকরায়ন ঘটানো।

সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়-

কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জনিতৃ জীবের সঙ্গে সংকর প্রথম অপত্য জনুর ( F1 ) জীবের ক্রস করানো হয় বা সংকরায়ন ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস বলে। কিন্তু F1 জনুর অপত্যের সাথে যে কোন জনিতৃ জীবের সংকরায়ন ঘটানোকে বলে ব্যাক ক্রস।

টেস্ট ক্রস = Aa × aa

ব্যাক ক্রস = Aa × aa, AA× AA

( এখানে Aa × aa একটি টেস্ট ক্রস )

সুতরাং, যখন টেস্ট ক্রস ঘটানো হয়, তখন আমরা টেস্ট ক্রসের মধ্যে ব্যাক ক্রস ঘটতে দেখি। কিন্তু কোনো ব্যাক ক্রসের ক্ষেত্রেই আমরা টেস্ট ক্রস ঘটতে দেখি না।।

তাই বলা যায় যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস। কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।

#SPJ2

Similar questions