English, asked by nilamdas506, 2 months ago

কি থেকে লাল রস বেরোয়​

Answers

Answered by SugaryHeart
11

Explanation:

মুখে হঠাৎই একদিন একগাদা ছোট ছোট লালচে দানা বেরোতে দেখলেন। তার পর বুঝতে পারলেন যে অতি বিরক্তিকর সেই দানাগুলি কিছুতেই পিছু ছাড়ছে না – বরং ক্রমশ ছড়িয়ে পড়ছে নাকের উপরে, গালের দু’পাশে, কপালে? এমন সমস্যায় আমাদের মধ্যে অনেককেই ভুগতে হয়। আসলে মুখে র‍্যাশ বেরনোর নানা কারণ থাকতে পারে, তার চিকিৎসাও বিবিধ প্রকারের হয়। তবে খুব সাধারণ কতগুলি কারণ অবশ্যই আছে। সেগুলি থেকে সাবধানতা অবলম্বন করে দেখতে পারেন সুরাহা হচ্ছে কিনা।

Answered by RainCloud
3

লাল রঙ মানব দেহকে সুস্থ ও মনকে সুখী করার কথা। এটি শরীরের স্বাস্থ্যের উন্নতি করে এবং মনকে সুখী রাখে। এটি ভার্চুয়ালতা এবং আত্ম-অভিমান দেখায়। লাল টিকা বীরত্ব এবং বিজয়ের প্রতীক।

Similar questions