Biology, asked by daya4352fc, 6 hours ago

সালোকসংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করো ।​

Answers

Answered by Ganesh6775
33

\huge\purple{\tt{\underline {Required\:Answer\::}}}

• জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল।।

• জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে।।

• সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হয়।।

• সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল।।

___________________________________

Answered by ssrian
3

Answer:

i) জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি অন্যতম কাঁচামাল। (ii) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। OH- আয়ন এর ইলেকট্রন ক্লোরোফিল অনুকে প্রদান করে। (iii) সালোকসংশ্লেষের অন্ধকার দশা কার্বন-ডাই-অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হয়।

Similar questions