৩, “অমর করিয়া বর দেহ পাসে, সূবরণে।
‘সুবরদে’ শব্দের অর্থ কী? কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন?
Answers
Answered by
0
Answer:
সুবরদে শব্দের অর্থ হল বরদাএী।
কবি মনে করেন যে লোকে যাকে সারাজিবন মনে রাখে সেই তো ধন্য হয় মানুষের কাছে।মনের মন্দিরে সবাই সেবা করে।তাই কবির প্রার্থনা যে তিনি যেন অমর হয়ে মানুষের স্মৃতিমনদিরে প্রস্ফুটিত হয়ে থাকেন সর্বক্ষণ।
Similar questions