দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে (সত্য /মিথ্যা )
Answers
এটি মিথ্যা যে, দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে।
- মৌলিক সংখ্যা মানে এমন সংখ্যা যেগুলি ১ অথবা নিজের দ্বারাই কেবল বিভাজ্য। উদাহরণ - ১,২,৪৩ ইত্যাদি।
- এখন যে কোন দুইটি মৌলিক সংখ্যার মধ্যে মিলসম্পন্ন উৎপাদক কেবলমাত্র ১, সেইজন্য যে কোন দুইটি মৌলিক সংখ্যার গ.সা.গু সবসময়েই ১ হবে।
- এখন গ.সা.গু হিসেবে এই ১-এর মান বাকি সমস্ত মৌলিক সংখ্যার হয় সমান (১-এর ক্ষেত্রে) নয় ছোট (বাকি সমস্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে), কিন্তু কোনভাবেই বড় নয়।
- তাই উক্ত বাক্যটি মিথ্যা।
দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে - বিবৃতিটি মিথ্যা
Given / দেওয়া আছে :
দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে
To find / জানতে হবে :
সত্য / মিথ্যা
Step 1 of 2 :
বিবৃতিটি লেখো
দুটি মৌলিক সংখ্যার গ. সা. গু. সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে
Step 2 of 2 :
সত্য / মিথ্যা যাচাই করো
কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সব সংখ্যাকে প্রথম সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলে
দুই বা ততোধিক প্রদত্ত সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যে উৎপাদকটি হল গরিষ্ট অর্থাৎ বড় তাকে প্রদত্ত সংখ্যাগুলির গ.সা.গু. বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে
উদাহরন হিসেবে আমরা দুটি মৌলিক সংখ্যা 7 ও 11 নিলাম
7 ও 11 এর গ.সা.গু. = 1
এখন 1 হল 7 ও 11 এর থেকে ছোটো
অর্থাৎ বিবৃতিটি মিথ্যা
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004