গল্প বুড়ো কবিতায় রূপকথার কোন্ কোন্ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
Answers
Answer:
গল্প বুড়ো কবিতা-
বইছে হাওয়া উত্তুরে;
গল্পবুড়ো থুত্থুরে—
চলছে হেঁটে পথ ধ'রে—
শীতের ভোরে সত্বরে;
চেঁচিয়ে যে তার মুখব্যথা,
“রূপকথা চাই, রূপকথা—”
ডাক ছেড়ে সে ডাকছে রে—
বলছে ডেকে হাঁক ছেড়ে—
“ঘুম ছেড়ে আজ ওঠ্, তোরা,
আয় রে ছুটে ছোট্টরা,—
কী আছে মোর তল্পিটায়
দেখবি যদি জল্দি আয়।
কাঁধের উপর এই ঝোলা,—
গল্প-ভরা মন-ভোলা,
দত্যি, দানব, যক্ষিরাজ,
রাজপুত্তর, পক্ষিরাজ,
মন-পবনের দাঁড়খানা,—
আজগবী সব কারখানা,—
ভর্তি আমার তল্পিটায়,
দেখবি যদি, জলদি আয়।
কড়ির পাহাড় সার-বাঁধা,—
মানিক-হীরা চোখ-ধাঁধা,—
সোনার কাঠি ঝল্মলে,—
ময়নামতী টল্টলে—
তেপান্তরের মাঠখানা—
হট্টমালার হাটখানা—
আটকালো এই তল্পিটায়,
দেখদি যদি, জল্দি আয়।
কেশবতী নন্দিনী
এই থলেতে বন্দিনী।
শীতের প্রখর প্রত্যুষে—
আসবে না যে শত্রু সে,—
ভাঙবো তাদের মূর্খতা—
বলবো নাকো রূপকথা॥”
গল্প বুড়ো কবিতায় রূপকথার প্রসঙ্গ উল্লিখিত হয়েছে:-
গল্পবুড়োর কাঁধের ঝোলা বা তল্পিটাই অনেক মন ভোলানো গল্প ভরা আছে। যার মধ্যে দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্তর এর কথা এবং পক্ষীরাজ ও মন পবনের দাঁড়ের আজকবি সব কারখানার কাহিনী ভর্তি আছে । এছাড়াও ছিল কড়ির সারবাধা পাহাড়, হিরে, মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প |
বাংলা সাহিত্যের বিখ্যাত শিশুসাহিত্যিক সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় কবি রূপকথার যে সমস্ত প্রসঙ্গ উল্লেখ করেছেন তা হলো --দানব,যক্ষিরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ময়নামতির গল্প এছাড়াও কেষবতি নন্দীর গল্প উল্লেখ করেছেন।
আরো তথ্য :
- গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর 'শ্রেষ্ঠ কবিতা' থেকে নেওয়া হয়েছ। সুনির্মল বসু ছিলেন বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় শিশুসাহিত্যিক।মূলত তিনি ছোটদের জন্য কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, লিখতে বেশি পছন্দ করতেন।
- সুনির্মল বসু জন্মগ্রহণ করেন ১৯০২ খ্রিষ্টাব্দে ২০ জুলাই তাঁর পিতার কর্ম স্থল বিহারের গিরিডিতে।
- বাল্য বয়স থেকেই তিনি কবিতা লেখার সাথে সাথে চিত্র অঙ্কনে মনোযোগী ছিলেন।
- সুনির্মল বসুর লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল- হাওয়ার দোলা, ছানাবড়া, হইচই ,ছন্দের টুংটাং, কথা শেখা ইত্যাদি।
- এছাড়াও তাঁর লেখা বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র থেকে কাছ থেকে কিভাবে আমি তার বিস্তৃত তিনি বর্ণনা করছেন।
Read more:
golpo buro keno chotoder chute asar dak diyechen Bengali class 5
- https://brainly.in/question/19356304
২.১ গম্বাবুড়াে’ কবিতায় রূপকথার কোন্ কোন্ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
- https://brainly.in/question/43064264
#SPJ3