India Languages, asked by sunnammandi, 2 months ago

২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়। – বক্তা কোন কথা বলবেন?
২.২ ‘পুলক’ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করাে।
২.৩ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে?
২.৪ ‘দুজনে রওনা দিল বনের পথে। – কোন দুজনের কথা এখানে বলা হয়েছে?
২.৫ ‘সারাদিন’ কবিতায় শিশুটি খাতার পাতায় কী কী আঁকে?
২.৬ ‘চলাে, আমরা ফুল নিয়ে আসি। – কারা একথা বলেছিল?.​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশের বক্তা অর্থাৎ বুড়ো চাষী তার ছেলেকে বলবেন যে কোন স্থানে সোনা লোকানো রয়েছে।
  • আজ আমার মনে খুব পুলক জেগেছে।
  • ‘নিজের হাতে নিজের কাজ’ নামক গল্পটির সমস্ত ঘটনা ঘটেছে কারমাটার নামক রেলস্টেশনে।
  • উদ্ধৃত অংশটিতে দুজন বলতে বোঝানো হয়েছে বাঘ এবং শিকারীকে।
  • ‘সারাদিন’ কবিতায় শিশুটি ঘোড়া,হাতি,পাখি,গাছ এবং আরও অন্যান্যরকম জিনিস আঁকে তার খাতার পাতায়।
  • সুখলতা রাও লিখিত 'ফুল' গল্পের উদ্ধৃত উক্তিটি বলেছে ফুলপরীরা।
Similar questions