India Languages, asked by sunnammandi, 2 months ago

২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়। বক্তা কোন কথা বলবেন?
২.২ ‘পুলক’ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করাে।
২.৩ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে?
২.৪ ‘দুজনে রওনা দিল বনের পথে। – কোন্ দুজনের কথা এখানে বলা হয়েছে?
২.৫ ‘সারাদিন’ কবিতায় শিশুটি খাতার পাতায় কী কী আঁকে?
২.৬ ‘চলাে, আমরা ফুল নিয়ে আসি। কারা একথা বলেছিল ?
*​

Answers

Answered by Swarup1998
1

২. একটি বাক্যে উত্তর :

২.১ উত্তর : এখানে বক্তা বুড়ো চাষি মৃত্যুশয্যায় শায়িত আছেন। তিনি বলবেন, "... আমাদের চাষের জমি দেখছ, এর নীচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুজলে তুমি তা খুঁজে বার করে নিয়ো।"

. উত্তর : পুলক - নতুন বই পাওয়ার আনন্দে ছাত্রছাত্রীদের মন পুলকিত হল। প্রকৃতির প্রতিটি কোণায় কোণায় লুকিয়ে আছে গোপন পুলক।

. উত্তর : ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে।

. উত্তর : ‘দুজনে রওনা দিল বনের পথে।’ – এখানে শিকারি ও বাঘের কথা বলা হয়েছে।

. উত্তর : ‘সারাদিন’ কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ ও পাখির ছবি আঁকে।

. উত্তর : ‘চলাে, আমরা ফুল নিয়ে আসি।’ – কথাটি ফুলপরিরা বলেছিল।

Similar questions