Math, asked by akbaralimolla6649, 1 month ago

কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? উত্তর: মাটির ওপর থেকে জল চুইয়ে নিচে চলে যায় আবার পুকুরের দূষিত জলও চুয়ে মাটির নিচের জলস্তর এর সাথে মেশে। তাই কম গভীর টিউবয়েলের জল খাওয়া উচিত নয় ( যেমন এক পাইপের টিউবয়েলের )। ​

Answers

Answered by piyushkumar2231
2

Answer:

পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?

উত্তরঃ পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত তা নীচে আলোচনা করা হলো -

প্রথমত, পুকুর পাড় পরিষ্কার রাখতে হবে। সেই সাথে কোনো আবর্জনা পুকুর পাড়ে রাখা যাবে না।

দ্বিতীয়ত, গরু - ছাগোলের স্নান করানো নিষেধ করতে হবে।

তৃতীয়ত, বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে।

চতুর্থত, জলাশয়ের কীটনাশক মিশ্রিত জল কিংবা নদীর দূষিত জল পুকুরে প্রবেশ করতে দেওয়া যাবে না।

Answered by pari9054
9

প্রশ্নোত্তর দেওয়া হয়েছে, কী করব ...?

Similar questions
Math, 9 months ago