Physics, asked by birbhum487, 2 months ago

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ ৰাটি সম্পূর্ণ করে লেখো :

১.১ উদ্ভিদের পমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি নির্বাচন করে (ক) অক্সিন (খ) জিবেরেলিন (গ) সাইটোকাইনিন (ঘ
) NAA ১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করাে (ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া (গ) চোখের লেপের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া (ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে gothto hoi​

Answers

Answered by DhritiSardar8017
4

Answer:

১.১) উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হল জিব্বেরেলিন.

Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হল জিব্বেরেলিন
  • প্রাণীদের মতন উদ্ভিদদেহেও বিভিন্ন প্রকারের হরমোন কাজ করে। উদ্ভিদদেহে হরমোনের কাজগুলির মধ্যে উদ্ভিদের বিভিন্ন অংশের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোও একটি মূল কাজ। সেরকমই উদ্ভিদদেহে যে পর্বমধ্য নামক অংশ থাকে তার বৃদ্ধি ঘটায় যে হরমোন তার নাম হলো জিব্বেরেলিন।

  • মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হল বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
  • মানুষের চোখের বিভিন্ন ত্রুটির ফলে মানুষের দৃষ্টিশক্তি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেরকমই মানুষের চোখ যখন মায়োপিয়া তে আক্রান্ত হয় তখন বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত এবং তার ফলে মায়োপিয়া আক্রান্ত ব্যক্তি দূরের জিনিস দেখতে অসুবিধা বোধ করে।
Similar questions