উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে
ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খ) নেপাল ও ভুটানের সঙ্গে গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
Answers
Answered by
25
Answer:
গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
Explanation:
উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে
ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খ) নেপাল ও ভুটানের সঙ্গে গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
Answered by
0
উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে।
উপরোক্ত উত্তরটিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলি সম্পর্কে কিছু তথ্য জানতে হবে।
ভারতের প্রতিবেশী দেশ :
- ভারত নিজের সীমানা তার মোট সাতটি প্রতিবেশী দেশের সঙ্গে রয়েছে।
- এই সাতটি দেশ হলো - চিন,পাকিস্তান,ভুটান,নেপাল,বাংলাদেশ,মায়ানমার এবং আফগানিস্তান।
- এর মধ্যে ভারতের উত্তরদিকের সীমানা রয়েছে চিন,নেপাল এবং ভুটান দেশগুলির সঙ্গে।
(যেহেতু, প্রশ্নে প্রদত্ত বিকল্পে চিনের কোন উল্লেখ নেই সেইজন্য আমরা কেবলমাত্র নেপাল ও ভুটান উত্তর হিসাবে গণ্য করলাম।)
অতএব, আমরা ভারতের উত্তর সীমানা রয়েছে যে দেশগুলির সঙ্গে সেগুলি সম্পর্কে আলোচনা করলাম।
Similar questions