Geography, asked by PadmaRoy, 1 month ago

মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি ১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১.১ কঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলাে -- (ক) চামড়া (খ) চোখ (গ) কান (ঘ) জিভ। ১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলাে – (ক) মাছ (খ) ডিম (গ) সবজি (ঘ) চিপস। ১.৩ মাটির নীচের একটি আনাজ হলাে – (ক) তেঁড়শ (খ) ঝিঙে (গ) আলু (ঘ) কুমড়েী। ২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ২.১ স্কিপিং-এ হাতের কবজির কোনাে কাজ হয় না। ২.২ পেঁয়াজ হলাে গাছের মূল। ২.৩ সয়াবিন একটি প্রাণীজ খাবার। একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ৩.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়ােজন? ৩.২ এমন দুটি ফলের নাম লেখােeযার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। ৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৪.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লাে ?​

Answers

Answered by seemayad105
0

Answer:

মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি ১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১.১ কঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলাে -- (ক) চামড়া (খ) চোখ (গ) কান (ঘ) জিভ। ১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলাে – (ক) মাছ (খ) ডিম (গ) সবজি (ঘ) চিপস। ১.৩ মাটির নীচের একটি আনাজ হলাে – (ক) তেঁড়শ (খ) ঝিঙে (গ) আলু (ঘ) কুমড়েী। ২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ২.১ স্কিপিং-এ হাতের কবজির কোনাে কাজ হয় না। ২.২ পেঁয়াজ হলাে গাছের মূল। ২.৩ সয়াবিন একটি প্রাণীজ খাবার। একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ৩.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়ােজন? ৩.২ এমন দুটি ফলের নাম লেখােeযার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। ৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৪.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লাে ?

Answered by Anonymous
2

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরুপ -

  • কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তাহলেও জিভ। জিভ হল আমাদের স্বাদেন্দ্রিয়।
  • পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস। যে কোন তেলে ভাজা খাবারই স্বাস্থ্যের জন্য হানিকর।
  • মাটির নীচের একটি আনাজ হলো আলু। মাটির নীচেই আলুর ফলন হয়।
  • স্কিপিং-এ হাতের কবজির কোনাে কাজ হয় না। এই বাক্যটি ভুল। স্কিপিং- কব্জি সহ সারা দেহ দিয়েই কাজ হয়।
  • পেঁয়াজ হলাে গাছের মূল। এই বাক্যটি ভুল
  • সয়াবিন একটি প্রাণীজ খাবার। এই বাক্যটি ভুল। সয়াবিন উদ্ভিজ্জ খাবার।
  • চোখের মাধ্যমে আমরা বাইরের জগতের সবকিছু দেখতে পাই এবং এই দৃষ্টিশক্তি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের চোখের এই অমূল্য দৃষ্টিশক্তিকে অনেকদিন পর্যন্ত অক্ষত রাখার জন্য আমাদের চোখের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।
  • এমন অনেক ফল আছে যার একাংশ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং অন্য অংশ অন্য প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, কাঁঠাল ও কলার খোসা বাদ দিয়ে ভিতরের ফলটি মানুষের গ্রহণযোগ্য আর ওই বাদ দেওয়া খোসা বিভিন্ন গৃহপালিত গবাদিপশুর খাদ্য।
  • বিভিন্ন দেশের মাঝে রয়েছে সমুদ্ররুপী বড় বাধা। মানুষ যখন জাহাজ বানিয়ে জলপথে যাত্রা করতে সক্ষম হল তখন ওই সমুদ্রের বাধা পেরিয়ে দেশবিদেশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। বিভিন্ন দেশের এই পারস্পরিক যোগাযোগ স্থাপনের ফলেই বিভিন্ন খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল।
Similar questions