Math, asked by aparna2ang, 1 month ago

আজ শিশু দিবস আমাদের ইস্কুলের বরদি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স বিস্কুট খাওয়াবেন । দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন দিদির কাছে হাজার টাকা১০০০ আছে আর কত টাকা লাগবে??​

Answers

Answered by Anonymous
5

প্রদত্ত,

বিস্কুটের দাম = ৬৭০ টাকা

লজেন্সের দাম = ৭৭৫ টাকা

দিদির কাছে এখন আছে ১০০০ টাকা

নির্ণে,

সমস্ত জিনিস কিনতে আর কত টাকা লাগবে।

সমাধান,

নিম্নলিখিত পদ্ধতিতে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।

লজেন্স এবং বিস্কুটের মোট দাম = ৬৭০ + ৭৭৫ = ১৪৪৫ টাকা

এখন, যে পরিমাণ টাকা আরো লাগবে সেটি নির্ণয় করার জন্য, এখন দিদির কাছে যে পরিমাণ টাকা আছে সেইটি লজেন্স বিস্কুট এর মোট দামের থেকে বিয়োগ করতে হবে।

আরো টাকা লাগবে = ১৪৪৫ - ১০০০ = ৪৪৫ টাকা

(সমস্ত জিনিস কিনতে এই পরিমাণ টাকা আরো প্রয়োজন দিদির।)

অতএব, দিদির আর টাকা লাগবে

Similar questions