India Languages, asked by tusidas988, 19 days ago

২.১ ‘তা আপনার কবিতা শুনহেই বা কে আর পড়ছেই বা কে?’ – একথার উত্তরে শ্রোত কী বলেছিলেন ?​

Answers

Answered by ivey66
9

the answer will be ture

Attachments:
Answered by Anonymous
2

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • প্রশ্নে উদ্ধৃত অংশটি বর্তমান সময়ের বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
  • প্রশ্নে যে উদ্ধৃত অংশটি রয়েছে এবং তাতে যে কটুক্তিমূলক প্রশ্ন করা আছে, তা আদতে করা হয়েছিল গণেশকে।
  • আর এই উদ্ধৃত উক্তিটির শ্রোতা অর্থাৎ গণেশ ওই প্রশ্নের উত্তর হিসেবে যথেষ্ট দৃঢ়ভাবে বলেছেন - "আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে। কবিতার পাতা তিনি আকাশে উড়িয়ে দিচ্ছেন, যদি কেউ তা কুড়িয়ে পায় বা পড়তে ইচ্ছা করে তো পড়বে।"
Similar questions