২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
Answers
Answered by
24
হৃৎপিন্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।।
___________________________________
Answered by
0
হৃদপিণ্ডের (শিরা ধমনীর সহযোগে) সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে বোঝার জন্য আমাদের দেহে সংবহনতন্ত্র সম্পর্কে আমাদের আরও তথ্য জানতে হবে।
সংবহনতন্ত্র :
- আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হয় এই সংবহনতন্ত্রের মাধ্যমে।
- আমাদের দেহের এই সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হল হৃদপিণ্ড। এই হৃদপিণ্ড আমাদের দেহের বিভিন্ন স্থানে রক্ত প্রেরণে অগ্রণী ভূমিকা পালন করে।
- প্রসঙ্গত উল্লেখ্য যে এইক্ষেত্রে হৃদপিণ্ড থেকে বেরিয়ে রক্ত সঞ্চালিত হয় রক্তনালীর মাধ্যমে (শিরা ও ধমনী)।
সুতরাং, আমরা জানতে পারলাম যে হৃদপিন্ডের সাহায্যেই রক্ত আমাদের সারা দেহের মধ্যে ছড়িয়ে যায়।।
Similar questions