History, asked by DhritiSardar8017, 3 months ago

বারাসাত বিদ্রোহ কী?(দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)​

Answers

Answered by Anonymous
12

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -

  • বাংলায় সংঘটিত ইংরেজ বিরোধী আন্দোলনের একদম গোড়ার দিকের এক আন্দোলন হল বারাসাত বিদ্রোহ। এই বিদ্রাহের মূল নেতা ছিলেন তিতুমীর (মীর নিশার আলি)।
  • এই বিদ্রোহ মূলত স্থানীয় জমিদার, নীলকুঠিয়াল (নীলকরের সাথে যুক্ত) ইত্যাদি শ্রেণীর সামাজিক শোষণের বিরুদ্ধে শুরু হয়ে পরবর্তীতে ইংরেজদের সাথে সম্মুখ সংঘর্ষে পরিণত হয়।
  • এর কিছু সময় পরেই, তিতুমীর বারাসাত মহকুমা, ২৪ পরগণা,নদীয়া ইত্যাদি স্থানের কিছু অংশ অধিগ্রহণ করে একটি স্বাধীন সমাজ গড়ার উদ্দেশ্যে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ বিদ্রোহের সূচনা করেন, যা পরবর্তীকালে ইতিহাসের পাতায় বারাসাত বিদ্রোহ নামে পরিচিতি পায়।
Similar questions