বাঙালি পদবী ইংরেজি ধরনের উচ্চারণে হর্স সর চিহ্ন হবে উদাহরণ দাও
Answers
Answered by
21
Answer:
বসু, এই বাঙালি পদবীটি ইংরেজি ধরণের উচ্চারণ করলে হবে বোস অর্থাৎ শেষের স্বর হর্স হলো.
Answered by
0
ইংরেজ সাহেবদের উচ্চারণের ফলে বাঙালিদের বিভিন্ন পদবির উচ্চারণ বদলে গেছে। এই বানানগুলিতে আগে অনেকেই দীর্ঘস্বর ব্যবহার করতেন। বর্তমানে এগুলিতে হ্রস্বস্বর ব্যবহার করা হয়, আর এটাকেই আধুনিক পদ্ধতি বলা হয়ে থাকে। তাই বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্ব সর চিহ্ন হবে ।যেমন:
ব্যানার্জি (ব্যানার্জী নয়),
চ্যাটার্জি (চ্যাটার্জী নয়)।
গাঙ্গুলি (' গাঙ্গুলী ' দীর্ঘকার হবে না)
Similar questions