ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে ।( ভাবসম্প্রসারণ করো ) ।
Answers
ধর্ম শব্দটির অর্থ হল কিছু ধারন করা। ইশ্বরের মহান সৃষ্টি হল মানুষ। প্রকৃত ধর্ম মানুষ কে জ্ঞানী করে তোলে, জীবের প্রতি সহনশীল হতে সেখায়ে। মানুষের সঙ্গে মানুষের আত্মীয়তা ঘটায়ে।প্রকৃত ধর্ম জাত পাতের পরোয়া করে না। সেখানে হিন্দু, মুসল্মান,শিখ অন্য সব জাত সবাই এক, তাই তো কবি বলেছেন
" সবার উপর মানব শ্রেষ্ঠ
তাহার উপরে নাই "
কিন্তু মানুষ যখন ধর্মের নামে মোহগ্রস্থ হয়ে পরে , তখনই সে প্রকৃত শিক্ষার গণ্ডীকে পেরিয়ে যায়ে এবং ধর্মের নামে অন্ধ কুসংস্কার এর কবলে পরে, সে তার নিজের ধর্ম কে শ্রেষ্ঠ প্রমান করার জন্য মরীয়া হয়ে ওঠে, এই ধর্মান্ধতায়ে মানুষ অন্যের জীবনের পাশাপাশি নিজের জীবনকেও বিষময় করে তোলে।চলে মারামারি হানাহানি, হিংসার ফলে একে অপরের মৃত্যু পর্যন্ত ডেকে আনে,
তাই তো কবি বলেছেন,
"ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে "