Geography, asked by pranitsinha81, 1 month ago

ট্রপোসফিয়ার এ বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো।​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

● বায়ুমন্ডলের সকল স্তর গুলির মধ্যে শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের আপেক্ষিক তাপ কম এবং বিকিরণ বেশি। ভূপৃষ্ঠের বায়ুতে আপেক্ষিক তাপ কম হলেও বিকিরণের হার বেশি হওয়ায় প্রধানত শীতকালীন দীর্ঘ রাত গুলোতে প্রচুর তাপ বিকিরণ হয়, এর ফলে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়।

● শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের শীতল বায়ু উত্তপ্ত বায়ু অপেক্ষা বেশি ভারী, রাত্রিবেলা তাপ বিকিরণ এর ফলে উচ্চ পর্বতের গায়ে বায়ু শীতল ও ভারী হয়ে পর্বতগাত্র ঢাল বরাবর ধীরে ধীরে নেমে উপকার নিচের অংশ দখল করে নেয়। এর ফলে নিচের অংশের উষ্ণতা উচ্চ পর্বতের উচ্চতা অপেক্ষা অনেক কম থাকে।

● বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হতে গেলে ভূমির ঢাল এর প্রয়োজন শুধুমাত্র পৃথিবীর এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে তা অবস্থান করে। এই কারণে একমাত্র ট্রপোস্ফিয়ার স্তরের বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হওয়ার পরিবেশ আছে।

● একমাত্র ট্রপোস্ফিয়ার স্তরেই বিভিন্ন রকম ভূমির ঢাল যেমন পাহাড়-পর্বত ইত্যাদি দেখতে পাওয়া যায়। আর এই উচ্চতা পরিবর্তনের জন্য বায়ুর বিভিন্ন স্থানের ঘনত্ব ও সূর্যের আপাত দৈনিক রশ্মি ইত্যাদির পরিবর্তনের জন্য বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়।

Similar questions