Environmental Sciences, asked by rs493648, 1 month ago

কোনাে কঠিন পদার্থের বড়াে টুকরােকে ভেঙে ছােটো করা হলে ছােটো টুকরােগুলাের উপরিতলের মােট ক্ষেত্রফল বড়ােটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় যায়।​

Answers

Answered by Anonymous
4

পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলির উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলে ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়

  • কোন বড় টুকরোর একটি নির্দিষ্ট পরিমাণ উপরিতলের ক্ষেত্রফল বর্তমান।
  • এবার যখন আমরা বড় টুকরাটিকে ভেঙে ছোট টুকরোতে পরিণত করি তখন আগের বাহ্যিক তলগুলির ক্ষেত্রফলের সাথে নবনির্মিত ছোট টুকরোগুলির ভেতরের দিকের তলগুলির ক্ষেত্রফলও যোগ হয়ে যায়।
  • ফলত, মোট উপরিতলের ক্ষেত্রফলের মান বেড়ে যায়।
  • সুতরাং, বড় টুকরোর উপরিতলের ক্ষেত্রফল < ছোট টুকরোগুলির উপরিতলের মোট ক্ষেত্রফল।
Similar questions