Geography, asked by maitysubhra674, 3 months ago

জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্র বহি মূখী বলের পভাব উল্লেখ করো​

Answers

Answered by royjibesh298
3

Answer:

পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বলের সৃষ্টি হয় তা হলো কেন্দ্র বহির্মুখী বল।এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। অতএব চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে।এটি হলো গৌণ বা পরোক্ষ জোয়ার।এই জোয়ারের জল কম ফুলে ওঠে।

Similar questions