Biology, asked by sunitabiswas213, 1 month ago

সাগার কুসুম আর মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়​

Answers

Answered by Simi011
5

Answer:

২ ) শূন্যস্থান পূরণ করো

২.১ ) সাগর কুসুম আর ______ মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়। উত্তর – ক্লাউন

Explanation:

Answered by Manjula29
2

সাগার কুসুম হলও একটি সামুদ্রিক প্রাণী।এরা নিডেরিয়া পর্বভুক্ত ।এরা মাছের সাথেও এ ধরনের সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করে। যাকে মিথোজীবী জীবন ধারন বলা হয়। সাগারকুসুম সবুজ শৈবালকে আশ্রয় প্রদান করে এবং সূর্যের আলো পেতে সহায়তা করে। বদলে শৈবালের সালোকসংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন ও গ্লুকোজ  গ্রহণ করে।সাগর কুসুম আর  ক্লাউন মাছের সঙ্গেও মিথোজীবী সম্পর্ক দেখা যায়।

সে ক্ষেত্রে ক্লাউন মাছ সাগার কুসুমের কর্ষিকার মধ্যে আশ্রয় নিয়ে নিজে কে  বিপদ থেকে বাঁচানোর সুবিধা লাভ করে। বিনিময়ে সাগারকুসুম ক্লাউনের থেকে খাবার নিয়ে থাকে। এই ভাবে পারস্পরিক লেন দেন এর মাধ্যমে এরা বেঁচে থাকে,

Similar questions