Science, asked by rsudipta568, 1 month ago

কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে— (ক) সদ্ ও অবশীর্ষ
(খ) অসদ ও অবশীর্ষ (গ) সদ ও সমশীর্ষ (ঘ) অসদ ও সমশীর্ষ।​

Answers

Answered by py774405
8

Answer:

hope this note is helpful

Attachments:
Answered by Anonymous
4

উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে - সদ্ ও অবশীর্ষ। (বিকল্প ক)

  • একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সম্পূর্ণভাবে নির্ভর করে বস্তুর অবস্থানের উপরে। একই বস্তু এবং একই উত্তল লেন্স ব্যবহার করেও, শুধুমাত্র লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন করে আমরা গঠিত প্রতিবিম্বের প্রকৃতিও পরিবর্তন করতে পারি।
  • এখন যদি, কোন বস্তু কোন উত্তল লেন্সের ফোকাসে রাখা হয়, তাহলে যে প্রতিবিম্ব গঠিত হয়, তার প্রকৃতি হয় সদ্ এবং অবশীর্ষ। (এইক্ষেত্রে অবশীর্ষ কথাটির অর্থ হল বস্তুর সাপেক্ষে উল্টানো)
  • এইক্ষেত্রে, প্রতিসৃত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল হওয়ায়, গঠিত প্রতিবিম্বটির অবস্থান হয় অসীমে (at infinity)।
Similar questions