Biology, asked by roybikash1965, 1 month ago

অম্ম ১১। চলিত ভাষায় রূপান্তর করাে : (ক) তৎসমুদয়ের সবিশেষ নিদের্শ করিলেন। (খ) আপনার শরণাগত হইয়া আশ্রয় প্রার্থনা করিতেছি। (গ) তাঁহারা তাহাকে আশ্রয় দেন। (ঘ) এই বলিয়া তিনি তাঁহাকে আশ্রয় প্রদান করিলেন। (ঙ) উহা লইয়া অবিলম্বে আমার আলয় হইতে পলায়ন করাে।​

Answers

Answered by Rwikjitnandi0078W
0

Answer:

রূপতত্ত্বের আলােচ্য বিষয় কী?

রূপতত্ত্বের আলােচ্য বিষয় হল শব্দের নানা দিক, অর্থাৎ তার গঠন, রূপবৈচিত্র্য, রূপবৈচিত্র্য সাধনের বিভিন্ন উপকরণ যেমন—প্রত্যয়, বিভক্তি ইত্যাদি।

'আমসত্ত্ব' কথাটি একটি রূপ নয় কেন?

এর কারণ, এটি ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি নয়। একে ক্ষুদ্রতর দুটি অর্থপূর্ণ ধ্বনিসমষ্টিতে ভাগ করা যায়—“আম’ ও 'সত্ত্ব'। তাই আমসত্ত্ব রূপ নয়, সমস্তপদ।

'বাঘের' শব্দটির রূপ বিভাগ করে দেখাও কোনটি কী ধরনের রূপ?

'বাঘের' শব্দটিকে ভাঙলে দুটি রূপ পাওয়া যাবে। 'বাঘ' ও 'এর'। 'বাঘ' হল মুক্ত রূপ এবং 'এর' হল বদ্ধ রূপ।

শব্দের সঙ্গে রূপের একটা পার্থক্যের সূত্র নির্দেশ করাে।

সব শব্দই একা একা ব্যবহৃত হতে পারে, কিন্তু সব রূপই একা একা ব্যবহৃত হতে পারে না।

মুক্ত রূপমূল কাকে বলে?

যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি অন্য ধ্বনিসমষ্টির সঙ্গে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, তাকে মুক্ত রূপমূল বলে। যেমন আম।

বদ্ধ রূপমূল বলতে কী বােঝ?

যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি কখনও অন্য ধ্বনিসমষ্টির সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাই বন্ধ রূপমূল। যেমন— ‘ছেলেটি’র ‘টি।

Answered by rabia2005
3

\large\underline\color{orange}{Answer:}

(ক) তৎসমুদয়ের সবিশেষ নিদের্শ করিলেন।✒তাদের বিশেষভাবে আদেশ করলেন।

(খ) আপনার শরণাগত হইয়া আশ্রয় প্রার্থনা করিতেছি। ✒আপনার কথা মনে করে আপনার কাছে আশ্রয় চাইছি।

(গ) তাঁহারা তাহাকে আশ্রয় দেন। ✒তাঁরা তাকে আশ্রয় দেন।

ঘ) এই বলিয়া তিনি তাঁহাকে আশ্রয় প্রদান করিলেন।✒এই বলে তিনি তাঁকে আশ্রয় দিলেন।

(ঙ) উহা লইয়া অবিলম্বে আমার আলয় হইতে পলায়ন করাে।✒ওটা নিয়ে খুব শীঘ্রই আমার বাড়ি থেকে পালিয়ে যাও।

আশা করি এটি তোমাকে সাহায্য করবে

Similar questions