World Languages, asked by neyantalama3064, 1 month ago

আফ্রিকা কবিতায় দিনের অন্তিম কাল কীভাবে ঘোষিত হয়েছিল?

Answers

Answered by mandaldeepakk007
0

Answer:

samajh me nahi aa raha hai

Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -

  • উদ্ধৃত প্রশ্নটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। (এই কবিতাটি ফ্যাসিস্ত নেতা মুসোলিনির আদেশে ইতালীয় সেনার ইথিওপিয়াকে আক্রমণ করার বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী মনোভাবে রচিত।)
  • এই কবিতায় কবি বর্ণনা করেছেন যে - পশুরা তাদের গুপ্ত-গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনির মাধ্যমে দিনের অন্তিমকালের ঘোষণা করেছিল।
  • উত্তরটিকে সিদ্ধ করার জন্য মূল কবিতা থেকে দুইটি লাইন উল্লেখ করা হল -

"যখন গুপ্ত-গহ্বর থেকে পশুরা বেরিয়ে এল,

অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,"

Similar questions