৪. অ্যাড্রেনালিন হরমােন আপৎকালীন পরিস্থিতির মােকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’—ব্যাখ্যা করাে। ট্রপিক ও
ন্যাস্টিক চলনের পার্থক্য লেখাে।
Answers
Answer:
8. অ্যাড্রেনালিন হরমােন আপৎকালীন পরিস্থিতির মােকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’—ব্যাখ্যা করাে।
=> আপৎকালীন পরিস্থিতি কিংবা হুমকির মুখে অ্যাড্রিনালিন মানব দেহকে দ্রুত ও শক্তিশালী হতে সাহায্য করে। ... বিশ্রাম কালে এই হরমোন ক্ষরিত হলেও , দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এইসব আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। তাই অ্যাড্রিনালিন কে আপাতকালীন বা সংকটকালীন হরমোন ও বলা হয়।
ロ ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখাে।
=> ট্রপিক চলন:-
1. বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যে চলন পরিলক্ষিত হয়, তাকে ট্যাকটিক চলন বলে।
ন্যাস্টিক চলন:-
1. উদ্ভিদঅঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, তখন তাকে ন্যাস্টিক চলন বলে।
Hope it will help you.
Mark me as a brainlist answer.
Thank You.