৪.২ কোয়াশিওরকর রােগ কেন হয় এবং এই রােগে কী কী লক্ষণ দেখা যায় ?
Answers
Answered by
14
✒কোয়াশিওরকর রােগ কেন হয়?
✒ কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে।
❥❥❥❥
➻ এই রােগে কী কী লক্ষণ দেখা যায় ?
❥❥❥❥
1) শিশুর গায়ের চামড়া গাঢ় রঙের হয়ে যায়।
2) শিশুর পেট ফুলে ওঠে।
3) হাত ও পা সরূ হয়ে যায়।
4) দেহ এত অপুষ্টিতে ভোগে যে,দেখে মনে হয় চোখ গুলো ঠিকরে বের হয়ে আসছে।
Answered by
9
কোয়াশিওরকর রােগের কারণ হল-
- ভিটামিন ডি এর স্বল্পতা হল কোয়াশিওরকর রোগের একটি অন্যতম কারণ।
- প্রোটিনের স্বল্পতার কারণে ও এটি হতে পারে।
এই রোগের লক্ষণ গুলি হল নিম্নলিখিত-
- এই রোগ দৈহিক বৃদ্ধি ব্যাহত করে
- চুলের রং কালো পরিবর্তে বাদামী হয়ে যায়
- কোয়াশিওরকরে শরীরে জল জমে শরীর ফুলে যায়।
Similar questions