Social Sciences, asked by bandanamondal3881, 1 month ago

এই অঞ্ছলে একটি বিখ্যত বনের নাম কী​

Answers

Answered by yashrajgupta95
3

Answer:

সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।[২] ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার[৩] রয়েছে বাংলাদেশে[৪] এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।

সুন্দরবন

Sun in Sunderbans.jpg

সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য

মানচিত্র সুন্দরবনের অবস্থান দেখাচ্ছেমানচিত্র সুন্দরবনের অবস্থান দেখাচ্ছে

বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারত, এশিয়া ও পৃথিবীর মধ্যে অবস্থান

বাংলাদেশের মানচিত্রে দেখুন

পশ্চিমবঙ্গের মানচিত্রে দেখুন

ভারতের মানচিত্রে দেখুন

এশিয়ার মানচিত্রে দেখুন

পৃথিবীর মানচিত্রে দেখুন

সব দেখান

অবস্থান

খুলনা বিভাগ, বাংলাদেশ

পশ্চিমবঙ্গ , ভারত

নিকটবর্তী শহর

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, কাকদ্বীপ, ক্যানিং ও কলকাতা

স্থানাঙ্ক

২১°৫৭′ উত্তর ৮৯°০৫′ পূর্ব

আয়তন

১,৩৯,৫০০ হেক্টর (৩,৪৫,০০০ একর)

স্থাপিত

১৯৯১

কর্তৃপক্ষ

বাংলাদেশ সরকার, ভারত সরকার

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

ধরন

প্রাকৃতিক

মানক

ix, x

অন্তর্ভুক্তির তারিখ

১৯৮৭ (১১তম অধিবেশন)

রেফারেন্স নং

৭৯৮

রাষ্ট্র

বাংলাদেশ, ভারত

অঞ্চল

এশিয়া প্যাসিফিক

রামসার জলাভূমি

প্রাতিষ্ঠানিক নাম

সুন্দরবন রিজার্ভ ফরেস্ট

অন্তর্ভুক্তির তারিখ

২১ মে ১৯৯২[১]

সুন্দরবনের প্রবেশদ্বারে তৈরিকৃত মানচিত্র

সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে; যথাক্রমে 'সুন্দরবন' ও 'সুন্দরবন জাতীয় উদ্যান' নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল।[৩] বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ১০৬ বাঘ ও ১০০০০০ থেকে ১৫০০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে।

Similar questions