Biology, asked by Raja14041, 1 month ago

সন্দেহ নাই মাত্র। – কোন্ বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই?

Answers

Answered by borapraveen20
5

Answer:

সন্দেহ নাই মাত্র। - কোন বিষয়ে কবির কোনাে সন্দেহ নেই ? উত্তর :- উক্তিটি সুনির্মল বসুর লেখা 'সবার আমি ছাত্র কবিতা' থেকে নেওয়া। ... আমি দিনরাত নতুন জিনিস শিখছি কৌতূহলে আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Explanation:

hope it's helpful

make me brainliest thanks

Answered by Manjula29
1

'সবার আমি ছাত্র কবিতা' টি  কবি  সুনির্মল বসুর লেখা , আর এই কবিতা থেকে " সন্দেহ নাই মাত্র "  উক্তিটি নেওয়া হয়েছে। কবির ভাবনায়ে সারা পৃথিবী হল এক বিশাল পাঠশালা , তাই তো তিনি ,"বলেছেন সারা বিশ্ব জুড়ে আমার পাঠশালা। আমি দিনরাত নতুন জিনিস শিখছি কৌতূহলে আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।"

কবির ভাষা অনুযায়ী পৃথিবী নামক পাঠশালা প্রতিদিন আমাদের নতুন নতুন জিনিস শেখাচ্ছে , তাই কিছু শিখতে হলে তার জন্য  কোন বিশেষ পাঠশালা খোঁজার প্রয়োজন নেই, সুনিপুণ ভাবে এই পৃথিবী ই আমাদের খুব যত্ন করে দিনরাত নতুন জিনিস শেখাচ্ছে ,  

Similar questions