Physics, asked by rohit200383, 1 month ago

৩,১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উল রাখা হয় কেন ব্যাখা ​

Answers

Answered by pulakmath007
4

সমাধান

জানতে হবে

পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো।

উত্তর:

আমাদের রাস্তায় গাড়ি চালানোর সময় পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় । উত্তল দর্পণ কোন বস্তুর অসদ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে । তাই উত্তল দর্পণে প্রতিবিম্ব ছোট দেখায় । এর ফলে দর্পণে অনেক বেশি সংখ্যক প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। সেজন্য চালক গাড়ি চালানোর সময় তার পিছনের সমস্ত গাড়ির নমস্কার উত্তল দর্পণে দেখতে পায় ।

সেজন্য পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয়

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?

https://brainly.in/question/31549844

Similar questions