Geography, asked by mitalibiswas203, 2 months ago

ক্যটি সত্য হলে ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে: * ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলাে ছােটনাগপুর মালভূমি। শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। 5 জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। ক্ষপ্ত উত্তর দাও : সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণিবিভাগ করাে। প্রতিটি শ্রেণির এ কা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ । করাে। ছাত্রীরা বাড়িতেনিজের বিষয়ভিত্তিকখাতায় এগুলাে করে বিদ্যালয় খুললে শিশ্ন​

Answers

Answered by tinnisarkar02
2

Answer:

উত্তর: ভারতের সমগ্র উত্তরভাগ জুড়ে সুউচ্চ হিমালয় পর্বত শ্রেণী বিস্তৃত থাকার জন্য ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতমালার বিশেষ প্রভাব রয়েছে। ... (খ) সমুদ্র থেকে আগত জলীয়বাষ্প পূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়

Similar questions