India Languages, asked by priya642bis, 2 days ago

‘লাঠি ধরলে খাটে! বক্তা কে? কার সম্পর্কে তার এই উক্তি? উক্তিটির মধ্য দিয়ে তার কোন্ মনােভাবের পরিচয় পাও ?​

Answers

Answered by Anonymous
7

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লীসমাজ নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
  • উদ্ধৃত অংশটির বক্তা হলেন পীরপুরের প্রজা তথা লাঠিয়াল আকবর। (ইনি বাঁধ রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন)
  • উদ্ধৃত অংশের উদ্ধৃতি আকবর করেছিল রমেশের সম্পর্কে।
  • এই উক্তিটির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে আকবরের উদার মানসিকতা। রমেশের কাছে পরাজিত (এবং, আহত) হওয়া সত্বেও আকবর রমেশের বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করেনি, কারণ সে জানত যে রমেশের লাঠি হাতে তুলে নেওয়ার আসল উদ্দেশ্য নিজস্ব কোন স্বার্থ নয় বরং গ্রামের কল্যাণই সেখানে নিয়োজিত। এখানে উদার মানসিকতার পাশাপাশি, গ্রামবাসী হয়ে গ্রামের প্রতি ভালোবাসার দিকটিও এখানে প্রস্ফুটিত হয়েছে।
Similar questions