ঝড় কবিতাটি কি প্রকৃতি পর্যাযের কবিতা?
Answers
Answer:
নদীমাতৃক দেশের ঝড় বিশ্বের অন্যান্য দেশের ঝড়ের চেয়ে স্বতন্ত্র৷ তাই বিশ্বের অন্য কোনও সাহিত্যে কালবৈশাখীর নজির মিলবে না৷ বাংলার সাহিত্যিকরাও এ ঝড়ের মধ্যে খুঁজেছেন রোমান্টিসিজম৷
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রায়ই ঝড়ের মুখোমুখি হতে হতো৷ ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার এতরকমভাবে ঝড়ের অবতারণা করতেন যে, পরীক্ষার খাতায় সে সব ঝড়ের বড়ই কাঠকাঠ বর্ণনা করতে হত৷ সত্যি বলতে, টেমপেস্ট, কিং লিয়ার, পেরিক্লিসের ঝড় কোনোদিন অনুভব করতে পারিনি৷ নদীমাতৃক বাংলায় সমুদ্রের ঝড় কোনোদিন দেখা হবে কি করে? তাই যাহা দেখি নাই তাহার সরস বর্ণনা কেমনে করিব?
পরবর্তীকালে রবি জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি এই ইংরেজের থেকে অনুপ্রাণিত৷ বাল্যবয়সে তিনি ম্যাকবেথের সেই তিন ডাইনির নাচকে সুন্দর বাংলায় অনুবাদ করেছেন, আমি ‘ঝড় বাদলের রাতে' ওদের নাচ যেন দেখতেই পেয়েছি৷ পরবর্তীকালে রবীন্দ্রসাহিত্যে ঝড় যতবার পেয়েছি, ওই তিন ডাইনির নাচ ভুলতে পারিনি৷ তবে সবার আগে স্বীকার করতে হয় যে ‘দেবতার গ্রাস'-এর ঝড় সব বাঙালিরই মনকে নাড়া দিয়েছিল৷ নজরুলের কবিতায় বা মোহিতলাল মজুমদারের কবিতায় কালবৈশাখী বড়ই তাণ্ডব করে৷ সে ঝড় সংহারক, রুদ্র৷ ‘তিতাস একটি নদীর নাম' উপন্যাসে অদ্বৈত মল্ল বর্মণ লিখেছিলেন, ‘‘কোনো রাতে ঝড় আরম্ভ হইলে সহজে কমিতে চায় না৷ সারারাত্রি চলে পাপসংহার৷ কোনো কোনো সময় প্রতি রাতে ঝড় আসে৷ সারাদিন খায় দায়, সন্ধ্যার দিকে আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত হয়৷ ঈশান কোণের কালো মেঘ সারা আকাশে ধোঁয়ার মতো ছড়াইয়া গিয়া হু হু করিয়া বাতাসে আসে৷ তারপর আসে ঝড়৷''