India Languages, asked by sharmilabose114, 1 month ago

অনুকার ধনাত্মক শব্দ কাকে বলে?​

Answers

Answered by Anonymous
3

Answer:

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে:-

অপরদিকে থপথপ, দুমদাম, হুড়হুড়, কটকট, ঝাঁঝাঁ, কুচকুচ প্রভৃতি শব্দগুলি ধ্বন‍্যাত্মক শব্দ। ধ্বন‍্যাত্মক শব্দগুলি অনেক ক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াবিশেষণ প্রভৃতি পদের ভূমিকা পালন করে। একটি ধাতুর পূর্বে‌ বসে এরা যুক্ত ধাতু গঠন করে। ধ্বন্যাত্মক শব্দকে দু ভাগে ভাগ করা যায়: অনুকার ধ্বন্যাত্মক শব্দ ও ভাব প্রকাশক ধ্বন্যাত্মক শব্দ। এক্ষেত্রে অনুকার বলতে জাগতিক ধ্বনির অনুকরণ বোঝাচ্ছে। যেমন: মস মস, থপ থপ, দুম দাম, হুড় হুড়, কড়মড়, কিড়মিড় প্রভৃতি। এগুলো কোনো না কোনো জাগতিক (বাস্তব) ধ্বনির দ্যোতনা দেয়। অপর দিকে ভাব প্রকাশক ধ্বন্যাত্মক শব্দগুলি কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে, কোনো ধ্বনিকে প্রকাশ করে না। যেমন: টনটন, ঝাঁ ঝাঁ, চক চক, ফুট ফুট, খাঁ খাঁ ইত্যাদি।

ফলো কোরে দিয়ো প্লিজ :')

Similar questions