History, asked by naskartandra, 1 month ago

আয্ সমাজের প্রতিষঠাতা কে ছিলেন ? ​

Answers

Answered by AngeIianDevil
0

\huge\underline\mathtt\red{Answer}

আর্য সমাজ সংস্কৃত आर्य समाज, ইংরেজি বৈদিক মত পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি হিন্দু সংগঠন ও সংস্কার আন্দোলন। তিনি একজন বেদ প্রচারক সন্ন্যাসী ছিলেন। তিনি ব্রহ্মচর্য পালন করতেন। আর্য সমাজের আদর্শের উপর তিনি জোর দিয়েছিলেন। আর্য সমাজের সদস্যগণ এই নীতিই মেনে চলেন। তারা একেশ্বরবাদে বিশ্বাসী অর্থাৎ তারা এক ঈশ্বরে বিশ্বাসী এবং মূর্তিপূজার বিরোধী। তাদের বিশ্বাস বেদোক্ত এক ব্রহ্মের উপর ।

_____________________________________

Similar questions