Science, asked by pr266370, 4 days ago

চালু লাইনে কাজ করার সময় ইলেক ট্রিক মিস্ত্রিরা কিসের ওপরে দাড়িয়ে কাজ করে লোহার চেয়ার না কাঠের টুলে ? কেন?​

Answers

Answered by adrijaporia2008
4

Answer:

কাঠের টুল

Explanation:

চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ। তড়িতের কুপরিবাহী তাই সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা হয়।

Answered by Anonymous
3

চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রিরা কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করে

  • চালু লাইনে কাজ করা হচ্ছে মানে, এমনতর তড়িৎ পরিবাহী নিয়ে কাজ করা হচ্ছে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে।
  • এমনাবস্থায়, কর্মরত মিস্ত্রিটির ইলেকট্রিক শক্ খাওয়ার সম্ভাবনা থেকে যায়।
  • তাই ইলেকট্রিক শক্-জনিত দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের উচিৎ কোন সুরক্ষাবিধি পালন করা।
  • এই ক্ষেত্রে সুরক্ষাবিধি হল, কাঠের টুলের ব্যবহার। কারণ, কাঠ হল তড়িতের কুপরিবাহী। তাই কোন কারণবশত তড়িৎ পরিবাহী থেকে তড়িৎ এসে মিস্ত্রির দেহ স্পর্শ করলেও, মিস্ত্রিটির দেহের মধ্যে দিয়ে মাটিতে প্রবাহিত হয়ে মিস্ত্রিটিকে বিদ্যুৎস্পৃষ্ট করার আগেই কুপরিবাহী কাঠের টুলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলত, মিস্ত্রিটির প্রাণরক্ষা সম্ভবপর হয়।
Similar questions