পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন
Answers
Answer:
asa kori eta te tomar help hobe friend
সমাধান
জানতে হবে
পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো।
উত্তর :
আমাদের রাস্তায় গাড়ি চালানোর সময় পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় । উত্তল দর্পণ কোন বস্তুর অসদ, সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে । তাই উত্তল দর্পণে প্রতিবিম্ব ছোট দেখায় । এর ফলে দর্পণে অনেক বেশি সংখ্যক প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। সেজন্য চালক গাড়ি চালানোর সময় তার পিছনের সমস্ত গাড়ির নমস্কার উত্তল দর্পণে দেখতে পায় ।
সেজন্য পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয়
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?
https://brainly.in/question/31549844