তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও' – কার পাশে দাঁড়ানাের এই আহ্বান ?
Answers
Answered by
20
Answer:
তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও' – কার পাশে দাঁড়ানাের এই আহ্বান? উত্তরঃ আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় 'দাঁড়াও' কবিতার মানুষ হিসাবে আমাদের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সর্বদা দাঁড়াতে অর্থাৎ তাদের সাহায্য করতে বলেছেন।
Explanation:
PLEASE MARK AS BRANILST AND LIKE
Answered by
1
নিপীড়িত তথা অসহায় মানুষদের পাশে দাঁড়ানাের জন্য এই আহ্বান।
প্রশ্নের উদ্ধৃতি :
- উক্ত প্রশ্নটি (এবং উক্তিটি) বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও নামক কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে।
উত্তরের তাৎপর্য :
- এই কবিতায় মূলত সমাজে যে সকল মানুষ বিভিন্ন ঋণাত্মক সামাজিকতার মুখে পড়ে অবহেলিত,শোষিত,নিপীড়িত ও অত্যাচারিত হয়ে চলেছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়ক হয়ে ওঠার আহ্বানই কবি করেছেন।
- এই কবিতা তার রচনার তৎকালীন সময়ে এবং বর্তমান সময়ে একইভাবেই প্রাসঙ্গিক, কারণ সমাজে মনুষ্য নিপীড়নের শেষ এখনও হয়নি।
অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কবি অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাঁর কবিতার মাধ্যমে সকল মানুষকে আহ্বান (বিবেক জাগানোর উদ্দেশ্য নিয়ে) জানিয়েছেন।
Similar questions